কারাগারে বিএনপি’র সাবেক সংসদ সদস্য পাপিয়া

কারাগারে বিএনপি’র সাবেক সংসদ সদস্য পাপিয়া
কারাগারে বিএনপি’র সাবেক সংসদ সদস্য পাপিয়া
নিউজ ডেস্কঃ নাশকতার মামলায় বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও দলটির নির্বাহী পরিষদের সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন, মোস্তাফিজ রহমান ও মাহবুবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পাপিয়া। পরপর তিনটি আদালতেই তার জামিন শুনানি হয়। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারকগণ। আদালতে পাপিয়ার পক্ষে শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, মোহসীন মিয়া, মাসুদ অাহমেদ তালাকদার ও কাজী নজিব উল্লাহ হিরু। উল্লেখ্য, বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক এ এমপি’র বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মামলা আছে। এরমধ্যে মিরপুর থানার তিনটি, পল্টন থানার পাঁচটি ও লালবাগ থানার এক মামলায় জামিনের জন্য আবেদন করেছিলেন পাপিয়া। চলতি বছরের শুরুতে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে পাপিয়ার নামে বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের হয়।

Post a Comment

Previous Post Next Post