![]() |
| জাতীয় সংসদের হুইপ সাহাব উদ্দিনকে সংবর্ধনা |
তারেক হাসানঃ কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে লাইন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করায় প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদের হুইপ সাহাব উদ্দিন এমপি বলেন, এই রেলপথটি ২০০২ সালের ৭ জুলাই বিএনপি জোট সরকার বন্ধ করে দিয়েছিলো। কুলাউড়া-শাহাবাজপুর রেললাইনের পাশে রেলওয়ের ভূমির বিভিন্ন স্থানে অবৈধ দখল পাকাঘর নির্মাণসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে ভূমিখেকো চক্ররা। হইপ বলেন, কুলাউড়া জংশন থেকে শাহবাজপুর হয়ে সরাসরি ভারতে ব্রডগেজ রেলপথ কাজ শুরু হয়ে ২০১৭ সালে শেষ হবে। বর্তমানে দু’দেশের মধ্যে প্রটোকল সই হয়েছে। এতে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০ লক্ষাধিক মানুষ উপকৃত হবে। গত ১১জুন বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা থেকে পারাবত ট্রেনে হুইপ কুলাউড়ায় জংশন স্টেশনে আসলে স্টেশন চত্বরে রেলওয়ে শ্রমিকলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে হুইপ সাহাব উদ্দিন এমপি সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।কুলাউড়া জংশন স্টেশনে রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মোঃ নাজমুল হক মতিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ প্রনয় কুুমার দে, জুড়ী আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম, রেলওয়ে টিআইসি আতাউর রহমান আতা, স্টেশন মাষ্টার মীর্জা শামসুল ইসলাম, শ্রমিকলীগ নেতা গেন্দু চৌধুরী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরুল বখশ প্রমুখ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের উপদেষ্টা হুমায়ুন পাটোয়ারী ও আব্দুস সালাম খান, সহ সভাপতি মুহিব উদ্দিন, যুগ্ন সম্পাদক আব্দুল খালিক প্রমুখ। সভায় হইপ সাহাব উদ্দিন এমপিকে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ছাত্রলীগ ও রেলওয়ে ভেন্ডার সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সর্ম্বধনা জানানো হয়। অনুস্টান শেষে হুইপ স্থানীয় রেলওয়ে জুনিয়র হাই স্কুল পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
