প্রবাসী আজাদ আহমদকে প্রিয় কুলাউড়া পরিবারের ফুলেল শুভেচ্ছা

প্রবাসী আজাদ আহমদকে প্রিয় কুলাউড়া পরিবারের ফুলেল শুভেচ্ছা
প্রবাসী আজাদ আহমদকে প্রিয় কুলাউড়া পরিবারের ফুলেল শুভেচ্ছা
খ. ক. জাফরঃ কুলাউড়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল "প্রিয় কুলাউড়া" পরিবারের পক্ষ থেকে স্থানীয় তবুর ম্যানশনের জি পয়েন্টে ইউনাইটেড রয়েলস ক্লাবের বোর্ড চেয়ারম্যান প্রবাসী আজাদ আহমদের স্বদেশ আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যাবসায়ী কল্যান সমতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রিয় কুলাউড়ার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শহীদুল ইসলাম তনয়, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, স্টার স্পোর্টসের স্বত্বাধিকারী জায়েদ আহমদ, মানবজমিন কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক মাহফুজ শাকিল, সামছুল ইসলাম, খায়রুল কবির জাফর, সাইদ খান শাওন, শাহরিয়ার সাফওয়ান তালুকদার, বাবলু প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post