রমজানের শুরুতে অপরিবর্তিত ভোগ্যপণ্যের দাম

রমজানের শুরুতে অপরিবর্তিত ভোগ্যপণ্যের দাম
রমজানের শুরুতে অপরিবর্তিত ভোগ্যপণ্যের দাম
নিউজ ডেস্কঃ রমজানের শুরুতে রাজধানীর পাইকারি বাজারে অপরিবর্তিত আছে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম। তবে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে রসুন আদা থেকে শুরু করে অন্যান্য মসলা জাতীয় পণ্য। পাশাপাশি কমেছে সব ধরনের চালের দাম। পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে পণ্যের কোন ঘাটতি হবে না বলে জানিয়েছেন বিক্রেতারা। রমজানের শুরুতেই বাজারে বেড়ে যায় ভোগ্যপণ্যের চাহিদা। আর সেই সুযোগে এক শ্রেণির দোকানীরা দাম বাড়িয়ে দিলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। দু একটি ছাড়া অধিকাংশ পণ্যেরই মূল্য স্থিতিশীল রয়েছে রাজধানীর পাইকারি বাজারে। পাশাপাশি পণ্যের যথেষ্ট সরবরাহ ও মজুত রয়েছে বলেও জানিয়েছেন বিক্রেতারা। তবে গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩ টাকা বেড়েছে দেশি পেঁয়াজ আর ১ টাকা বেড়েছে আলুর দামে। রমজানে চাহিদার তালিকায় উপরের দিকে থাকা ছোলা বুটের দরও রয়েছে অপরিবর্তিত। পরিবর্তন নেই চিনি কিংবা তেলের দামেও। এ সপ্তাহে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৮২ টাকা সুপার ৬৮, আর পাম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৬ টাকা কেজি দরে। এদিকে পাইকারি বাজারে আগের তুলনায় কেজিতে ১ থেকে দেড় টাকা কমেছে প্রায় সব ধরনের চাল। এবারে চালের উৎপাদন ভাল হওয়ায় দর কমতির দিকে বলে জানিয়েছেন আড়তদাররা। এছাড়া যথেষ্ট মজুদ থাকায় পুরো রমজানে দর দামের তেমন কোন পরিবর্তন হবে না বলেও মনে করছেন বিক্রেতার।

Post a Comment

Previous Post Next Post