মিয়ানমার ফেরত ৩৭ বাংলাদেশি, নাবালক ৪ জনকে আদালতের মাধ্যমে হস্তান্তরের নির্দেশ

মিয়ানমার ফেরত ৩৭ বাংলাদেশি
মিয়ানমার ফেরত ৩৭ বাংলাদেশি
নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে দ্বিতীয় দফায় ফেরত আনা ৩৭ বাংলাদেশির মধ্যে নাবালক ৪ জনকে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। অন্য ৩৩ জনকে সন্ধ্যার দিকে নিজ জিম্মায় ছেড়ে দেয়া হবে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার করা ৩৭ বাংলাদেশিকে দালালদের নাম ঠিকানা জানাতে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে, নিজ জিম্মায় ছেড়ে দেয়া ব্যক্তিদের বাড়ি পৌঁছাতে সহযোগিতা করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। গতকাল কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে দ্বিতীয় দফায় ৩৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম কর্মকর্তা আসিফ মুনীর বলেন, 'ফেরত আসা মানুষদের বাড়ি ফিরে যাওয়ার জন্য আই ও এম'র পক্ষ থেকে আমরা টাকা দেয়ার ব্যবস্থা করেছি।'

Post a Comment

Previous Post Next Post