![]() |
| কুলাউড়া সংবাদ ডট কমের উদ্বোধন |
কুলাউড়া থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল কুলাউড়া সংবাদ ডট কমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক উত্তরপূর্বের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আহমদ চৌধুরী নাদেল। কুলাউড়া সংবাদ ডট কমের সম্পাদক ও প্রকাশক জাফর আহমদ দিনারের সভাপতিত্বে ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সেলিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান চৌধুরী, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, মুক্তিযোদ্ধা রিয়াজ আহমদ প্রমুখ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া সংবাদ পরিবারের অন্যতম সদস্য ইমদালুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ চৌধুরী জুনু, সেবামূলক সংগঠন প্রত্যাশার প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব আহমদ, অনলাইন নিউজ পোর্টাল এইবেলা ডট নেটের ব্যাবস্থাপনা সম্পাদক শেখ রুহেল আহমদ, বাংলামেইলের জেলা প্রতিনিধি শরিফ আহমদ, দৈনিক সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান শিপন, দৈনিক বর্তমান প্রতিনিধি তারেক হাসান, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার সুমন আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তুহিনুর জামান ইয়াকুব, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, কুলাউড়া সংবাদ পরিবারের সদস্য মতিউর রহমান জেবলু, সমাজ সংগঠক আব্দুল হামিদ প্রমুখ।
