রোজার আগেই বেড়েছে খুচরা বাজারের সঙ্গে পাইকারি দামের ব্যবধান

রোজার আগেই বেড়েছে খুচরা বাজারের সঙ্গে পাইকারি দামের ব্যবধান
রোজার আগেই বেড়েছে খুচরা বাজারের সঙ্গে পাইকারি দামের ব্যবধান
নিউজ ডেস্কঃ রোজা শুরুর আগেই বেড়েছে নিত্যপণ্যের খুচরা বাজারের সঙ্গে পাইকারি দামের ব্যবধান। এ অবস্থা চলতে থাকলে রমজানে বাজার নিয়ন্ত্রণে নেয়া সরকারের সব উদ্যোগ ভেস্তে যাওয়ার আশংকা করছেন পাইকারি ব্যবসায়ীরা। পাশাপাশি বাজার তদারকির নামে ব্যবসায়ীরা যাতে ভোগান্তির শিকার না হন সেদিকেও খেয়াল রাখার পরামর্শ তাদের। এদিকে শুধু রমজান নয়, ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বছরজুড়েই মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। রমজানে অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারের সবশেষ দামের তথ্য পর্যালোচনায় দেখা যায়, খোলাবাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৫ টাকায় যার পাইকারি দাম সর্বোচ্চ ৫২ টাকা। একইভাবে চিনির পাইকারি দাম ৩৩ টাকার মতো হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। ভোজ্যতেলের দামের ক্ষেত্রে কিছুটা সামঞ্জস্য থাকলেও বেশ গড়মিল দেখা গেছে খেজুর, সেমাই, আটা-ময়দাসহ অধিকাংশ নিত্যপণ্যের। এ কারণে ক্রেতারাও এখন কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে হচ্ছেন পাইকারি বাজারমুখী। পাইকারি ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছরে বাজারে পণ্যমজুদের প্রবণতা কমলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খুচরা ব্যবসায়ীদের। তারা বলছেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে নজরে রাখা প্রয়োজন খুচরা বিক্রেতাদের কার্যক্রমের দিকেও। পাইকারি ব্যবসায়ী নেতা জানান, প্রতিবছর বলা হয় দাম বেড়ে গেছে। এবার সেরকম বাড়ে নাই। এ জন্যই মনিটরিং দরকার। এদিকে, সিটি করপোরেশনের দাবি, অতীতের যে কোন সময়ের তুলনায় বাজারে এখন সব পণ্যের দাম কম। মেয়র বলছেন, বাজার কারসাজির কোন প্রমাণ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, 'নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যে গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোর দাম স্থিতিশীল থাকবে।' রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এরই মধ্যে টিসিবির বিক্রয় কার্যক্রম শুরুর পাশাপাশি এবছর আগেভাগেই বাজার তদারকিতে নেমেছে সরকার।

Post a Comment

Previous Post Next Post