 |
| ৫ই জুন শেড অব নেচারের প্রতিষ্ঠা বার্ষিকীও"নিসর্গ-৩"ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন |
শিক্ষা, মানবতা, পরিবেশ এই তিন মুলমন্ত্রকে ধারণ করে ২০০০ সালের ৫ই জুন শেড অব নেচার প্রতিষ্ঠা লাভ করে। দেখতে দেখতে ১৫ বছর অতিক্রম করলো শেড অব নেচার। গতকাল কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্ট ছামি-ইয়ামী তে শেড অব নেচারের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও "নিসর্গ-৩" ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করা হয়। শেড অব নেচারের উপজেলা শাখার সভাপতি রামিম চৌধুরী রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদ খান শাওনের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের কুলাউড়া প্রতিনিধি ময়নুল হক পবন, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম তনয়,প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কাজী মোঃ জাকির হোসেন ও মোঃ ফয়জুর রহমান শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন শেড অব নেচারের শেকড় কমিটির মাসউদ খান,বেলাল হোসেন,সিনিয়র সদস্য ইমাম চৌধুরী, হেলাল আহমেদ,আব্দুল হান্নান অপু। উপজেলা শাখার সহ সভাপতি সিরাজুল আলম জুবেল, সহ সাঃ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, সহ সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির জাফর, মিডিয়া বিষয়ক সম্পাদক মাহফুজ শাকিল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ চৌঃ, সহ সাহিত্য সম্পাদক তাওহিদ খান নাহিদ, কুডিক সভাপতি সোহেল আহমেদ, সহ কুডিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সদস্য - আশিকুল ইসলাম বাবু, শাফিকুল ইসলাম আরিফ,আব্দুল মুনিম সাজেদ,নাঈদ খান নয়ন। আরো উপস্থিত ছিলেন মোঃ কামরুল ইসলাম, আব্দুল হান্নান,নোবেল খান,মুক্তা হোসেন, এমাদ আহমেদ, আব্দুল কুদ্দুছ,মোঃ জিয়াউর রহমান ও আজিজুর রহমান।
 |
| ৫ই জুন শেড অব নেচারের প্রতিষ্ঠা বার্ষিকী ও "নিসর্গ-৩" ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন |