 |
ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড সভা অনুষ্ঠিত |
নিউজ ডেস্কঃ কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের আয়োজনে কুলাউড়া উপজেলার ১১ টি স্বনামধন্য মাদ্রসার ৪র্থ ও ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে "ইউনাইটেড রয়েল্স ক্লাব মেধাবৃত্তি " পরীক্ষার তারিখ, স্থান ও বিবিধ বিষয়ের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য ক্লাবের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ মে মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে কুলাউড়ার স্টেশন চৌমুহনীর ষ্টার স্পোর্টসে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান বেলাল, শহীদুল ইসলাম তনয়, আবুল কাশেম রিপন, জাহেদ রহমান, এ কে এম জাবের, সহ-সভাপতি সিরাজুল আলম জুবেল, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ সুমন, সাংগঠনিক সম্পাদক এম আই মুর্শেদ, কামরুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে আগামী ১৫ মে শুক্রবার কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়।