জুনেদ ফারহান প্যারিস থেকেঃ প্যারিসে আন্তর্জাতিক পন্য প্রদর্শনীতে বিভিন্ন দেশের পন্য সামগ্রী প্রদর্শিত হয়েছে। গত ২৯ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত প্যারিস Porte de Versailles " FOIRE DE PARIS " ফ্রান্সের সবচেয়ে বড় এই প্রদর্শনীতে মোট ৭ টি Pavillon রয়েছে ইহাতে, ছোট বড় প্রায় ১১ হাজার স্টল রয়েছে। বিভিন্ন সামগ্রীতে পরিপূর্ন ও রঙ্গীন বর্ণীল সাজে সজ্জীত এই প্রদর্শনীতে প্রতিদিন প্রায় ১ লক্ষ লোকের সমাগমে কেনা কাটার উৎসব মূখোর পরিবেশে সতি্যই মন ভরে য়ায়। প্রতিদিন সকাল ৯.৩০ মিঃ হইতে সন্ধ্যা ৭.০০ ঘঠিকা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়। এক দিনের জন্য একটি ঠিকেট মূল্য ১২ ইউরো। সরজমিন প্রতিবেদনে জানাযায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কোরিয়া, জাপান, নেপাল, ভূটান, মালেশিয়া, তিব্বত, হংকং, চীন, ফিলিপিন, কেনিয়া, সেনেগাল, মালি, কম্বুদিয়া, আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, ব্রাজিল, মেক্সিকো, উরুগুয়ে, পেরু, কেনিফোর্নিয়া, ফ্রান্স, ইতালী, স্পেন, সহ অনন্য দেশের পন্য সামগ্রীক সেখানে প্রদর্শিত হয়েছে। রেষ্টোরেন্ট গুলোতে রয়েছে হরেক রকম দেশী সংস্কৃতির খাবার। প্রতে্যক Pavillon এর মধে্য যেন গড়ে ওঠেছে প্রবাসী নিজেদের দেশীয় এক উৎসব মেলা। সব মিলিয়ে এখানে আজ বিরাঝমান বিশ্ব মিলন মেলা। হেয়ার কার্টিং গুলোতে রয়েছে বাহারী ডিজাইনের চুলের কাটিং যেন নারী পুরুষ সবাই নিজেকে চেষ্টা করছে অতি স্মার্ট করতে। আর বিউটি পর্ালারে সাজগোজ করে সবাই যেন দেশীয় আনন্দ আমেজে উৎফুল্ল। ভিতরে প্রবেশ করলেই আনন্দ-বিনোদনের জন্য প্রতিদিন রয়েছে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্টান। নাচ, গান, নিতে্য, মিউজিক পরিবেশনে প্রতে্যক Pavillon দর্শকের করতালী মধে্য আনন্দ মহা উৎসবে পরিনত হয়েছে। প্রত্যেক Pavillon ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে পন্য সামগ্রীক যেমন, গার্মেন্টস, ফার্নিচার, ফুড কন্ফেকশনারী, জুয়েলারি, ইলেকট্রনিক, রান্না-ঘর, গ্লাস কেবিন-উইন্ডো, মিনি সুইমিংফুল ইত্যাদি। এখানে প্রতি বছর মে ও সেপ্টেম্বর মাসে শুধু পন্য সামগ্রীর জন্য Exhibition অনুষ্টিত হয়। এছাড়া ও যেমন Animals, Agriculture ইত্যাদি উপর Exhibition অনুষ্টিত হয়ে থাকে।