'সৌদি যেতে ভাড়া ও ভিসার খরচ লাগবে না' - আবুল বাশার

'সৌদি যেতে ভাড়া ও ভিসার খরচ লাগবে না' - আবুল বাশার
'সৌদি যেতে ভাড়া ও ভিসার খরচ লাগবে না' - আবুল বাশার
নিউজ ডেস্কঃ নারী গৃহকর্মী ও গাড়িচালক হিসেবে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া বা বিমান ভাড়াবাবদ কোনো খরচ করতে হবে না। সৌদি আরবের নিয়োগকর্তারাই বহন করবে এ সংক্রান্ত খরচ। বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি -বায়রা'র সভাপতি আবুল বাশার রিয়াদে এক অনুষ্ঠানে এ কথা জানান। তিনি বলেন, প্রত্যেক কর্মীর জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে এক হাজার ডলার করে দেবেন সৌদি নিয়োগকর্তারা। ওই অর্থ গৃহকর্মী ও গাড়িচালকদের ভিসা ও যাতায়াত সংক্রান্ত খরচ করা হবে। সৌদি আরব যাওয়ার জন্য কারও সঙ্গে অর্থ লেনদেন করতে আগ্রহীদের নিষেধও করেন বায়রা'র সভাপতি। সোমবারের ওই অনুষ্ঠানে রিয়াদ সফররত বায়রা' নির্বাহী কমিটির প্রতিনিধি দলকে সংবর্ধনা দেন প্রবাসীরা।

Post a Comment

Previous Post Next Post