![]() |
| এবার আশান্বিত ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা |
নিউজ ডেস্কঃ টানা ২ মাস ২ দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব সালাহদ্দিন আহমেদের সন্ধান মেলাতে নিজের নিখোঁজ স্বামী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকেও ফিরে পেতে আশাবাদী হয়ে উঠেছেন তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা। সালাহউদ্দিনের মত নিজ স্বামীকে ফিরে পাবেন এমন আশায় এখনো বুক বেঁধে আছেন তাহসিনা রুশদী লুনা। তার সন্তানরাও বাবা ফিরে আসবেন সেই আশাতেই পথ চেয়ে রয়েছেন। মঙ্গলবার বিকেলে তাহসিনা রুশদীর লুনা জানান, তার স্বামী জীবিত অবস্থায় ফিরে আসবেন এখনো তিনি সেই অপেক্ষায় রয়েছেন। তার সন্তানরাও বাবাকে ফিরে পাবে সেই আশায় বুক বেঁধে আছে। তিনি আরো বলেন, সরকার ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রয়োজনীয় কোন উদ্যোগ গ্রহণ করেনি। তবে সালাহউদ্দিন সাহেবের মতো ইলিয়াস আলীকেও যাতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া হয় সরকারের প্রতি সেই আকুতিই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে রাজধানী ঢাকার মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার বিশ্বস্ত গাড়ি চালক আনছার আলী। ওইদিন মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেই সময় থেকেই তারা নিখোঁজ রয়েছেন। পরবর্তীতে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সংবাদ দেশের সর্বত্র ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন দলের নেতাকর্মীসহ সর্বস্থরের জনতা। মিছিল, মিটিং, সভা, সমাবেশ, সড়ক অবরোধ, হরতাল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দলের পক্ষ থেকে। সে সময় ইলিয়াসের সন্ধানের দাবিতে উত্তাল হয়ে উঠে সাড়া দেশ। ইলিয়াস আলীকে ফিরে পতে দলটির ঘোষিত কর্মসূচিতে নিহত হয়েছেন দলটির ৮ জন নেতাকর্মী।
