কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসর চলছে ফ্রান্সে

কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসর চলছে ফ্রান্সে
কান চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসর চলছে ফ্রান্সে
বিনোদন ডেস্কঃ ফ্রান্সে চলছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসর। এই উৎসবকে ঘিরে দুনিয়ার তারকাদেরও ভিড় জমছে কান শহরে। স্বর্ণ পাম বা পাম ডিওর অর্জনের দৌড়ে এবার অংশ নিয়েছে বিশ্বের ১৯টি চলচ্চিত্র। শর্ট ফিল্ম কর্নারে স্থান করে নিয়েছে বাংলাদেশি নির্মাতা খিজির হায়াতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আই ফর অ্যান আই'। ১৯৩২ সাল থেকেই কান আসরে ২২ গজের লাল গালিচায় চমক দেখিয়ে যাচ্ছেন বিশ্বের নামী দামী সব তারকা। ১২ দিনের এই উৎসবকে ঘিরে সবার আগ্রহের মাত্রাটিও থাকে তুঙ্গে। ১৩ই মে শুরু হওয়া উৎসবে এরই মধ্যে কান নগরী আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের বাঘা বাঘা চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। প্রায় দুই লাখ অতিথি এবং ৪ হাজার সাংবাদিক নিয়ে এ আসর মেতেছে চলচ্চিত্র উৎসবে। কোন চলচ্চিত্র জয় করবে স্বর্ণ পাম তা নির্বাচনে জুরি বোর্ডে আছেন পরিচালক কোয়েন ব্রাদার্স, অভিনেতা জিলেন হল, সিয়েনা মিলারের মত তারকারা। পাম ডিওর অর্জনে এবার লড়ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ইতালিসহ বেশ কয়েকটি দেশের ১৯টি ছায়াছবি। তবে, কানের ৬৮তম আসরে ইংরেজি ভাষার ছবির আধিক্য লক্ষ্য করা গেছে। রয়েছে অ্যানিমেটেড মুভি ইনসাইড আউট। এছাড়াও উৎসবে প্রদর্শিত হবে ক্যারল, ইর‌্যাশনাল ম্যান, ম্যাকবেথ ম্যাড ম্যাক্সের মত চলচ্চিত্রগুলো। তবে, এবারের আসরে নেই ব্রিটিশ কোনো ছবি। এবারের কানে চমক আনতে যাচ্ছে মুম্বাই সিনে জগতের তারকারাও। গত ১৪ বছর কানে ঐশ্বরিয়ার মুখ পরিচিত হলেও এবার প্রথম আসছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও থাকছেন মল্লিকা শেরাওয়াত ও সোনম কাপুরও। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্যাটাগরিতে প্রদর্শিত হবে ৯/১১ এর পরবর্তী সময়ের পটভূমিতে তৈরি ছবি আই ফর অ্যান আই। ক্যারেন ম্যাক্সির চিত্রনাট্যে বাংলাদেশি পরিচালক খিজির হায়াত খান তৈরি করেছেন ১৮ মিনিটের এই ছবিটি।

Post a Comment

Previous Post Next Post