![]() |
| মোদি`র সেলফি চমক!
মোদি`র সেলফি
|
নিউজ ডেস্কঃ রাজনীতিবিদদের সেলফি তোলায় নতুন কী-ই বা আছে? বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় বলেই সবাই জানেন। কিন্তু যদি এই সেলফি হয় চীনের কোনো শীর্ষস্থানীয় রাজনীতিবিদের, তবে তা একটা চমক বটে! কারণ, চীনের রাজনৈতিক সংস্কৃতিতে শীর্ষ পর্যায়ে এ ধরণের চর্চা বেশ সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়। তাদের ব্যক্তিগত জীবন, এমনকি জন্মদিনটি পর্যন্ত রাষ্ট্রীয় গোপনীয়তা বলে
মোদি`র সেলফি চমক!
বিবেচিত। তবে, নরেন্দ্র মোদির চীন সফরে এর ব্যতিক্রম করলেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। শুক্রবার ঐতিহ্যবাহী একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে মোদির সঙ্গে হাসিমুখে সেলফিতে দেখা গেল তাকে। আর মোদি এই সেলফি পোস্টও করেছেন টুইটারের চীনা জবাব ওয়েইবো নামের মাইক্রোব্লগিং সাইটে। চীন সফরের আগেই ওয়েইবোতে নিজের একটি অ্যাকাউন্ট খোলেন মোদি। দীর্ঘদিন ধরে চলে আসা ভারত-চীন সীমান্ত বিরোধ মেটাতে মোদির এই চীন সফর। তাই পররাষ্ট্র কূটনীতির সঙ্গে সেলফি-কূটনীতিরও চমৎকার মিশেল ঘটিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ার কোনো চেষ্টাই বাদ রাখছেন না মোদ
