শ্রীমঙ্গলে বাসচাপায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু

শ্রীমঙ্গলে বাসচাপায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু
শ্রীমঙ্গলে বাসচাপায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসচাপায় তিন মোটরসাইকেলের আরোহী যুবকের মৃত্যু হয়েছে।১৪মে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইউসুফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত গনি মিয়ার পুত্র সুলেমান মিয়া (৩০) একই গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মিলাদ মিয়া (২৬) ও ডোমাই মিয়ার পুত্র ফয়জুল হক (৩০)। নিহতরা সবাই মটরসাইকেল আরোহী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিকেলে শ্রীমংলের ইউসুফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post