![]() |
| ব্যাগ রিসিভ করবে ফোনকল! |
অনলাইন ডেস্কঃ নিত্যদিনের অনুষঙ্গ হিসেবে ব্যাগের জুড়ি নেই। অফিস-আদালত, স্কুল-কলেজ সর্বত্র ব্যাগের প্রচলন। চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ব্যাগের বিভিন্ন রকমফের লক্ষ করা যায়। কিন্তু তাই বলে স্মার্ট ব্যাগের নাম শুনেছেন ক’জন? যা কিনা আবার চলতি পথে মুঠোফোনের কল রিসিভের কাজ করে দেবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, লেপাউ ব্রান্ডের হাই স্মার্ট ব্যাগ (Lepow HiSmart bag) শুধু ফোন কল রিসিভই নয়, এর নতুন ভার্সন গান শোনা, ভয়েস রেকর্ড, ছবি তোলাসহ ম্যাপের মধ্যে লোকেশন পিন করার কাজও করে দেবে। এই সকল কাজ করা যাবে শুধুমাত্র একটি রিচার্জেবল ধাতব বাটনের মাধ্যমে। যার নাম হাই-রিমোট। এই যন্ত্রটি ব্যাগ ঝোলানোর লম্বা ফিতার উপর বসানো থাকবে। এই হাই-রিমোটটি নিয়ন্ত্রিত হবে স্মার্ট ব্যাগটির সঙ্গে সংযুক্ত অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপসের মাধ্যমে। যখনই কোন ফোন কল আসবে তখন হাই-রিমোটটি ভাইব্রেট হতে থাকবে। ব্যবহারকারী তখন শুধু তাতে একটি চাপ দিয়েই কলটি রিসিভ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী ব্যাগটিকে আবার বিভিন্নভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। কখনও ভারি জিনিস বহনে, কখনও পিঠে ঝোলানো ব্যাগ হিসেবে আবার কখনও পিয়ন ব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে। ছেলে-মেয়ে উভয়ের উপযোগী ব্যাগটি কালো এবং গাড় বাদামী রংয়ে পাওয়া যাবে। এছাড়া, চামড়ার তৈরি পানিরোধক এই ব্যাগটির ভেতরে রয়েছে ১২টি পকেট। যাতে কম্পিউটার, ট্যাবলেট, ফোন ও অন্যান্য যন্ত্রপাতি গুছিয়ে রাখার ব্যবস্থা রয়েছে। ব্যাগটি জুলাইতে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
