![]() |
| বাজেটে কৃষি ঋণ মওকুফের সম্ভাবনা নেই: অর্থমন্ত্রী |
নিউজ ডেস্কঃ আগামী বাজেটে কৃষি ঋণ মওকুফের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে, এক্ষেত্রে পুন:তফশিলের সুযোগ থাকবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষণাকে সামনে রেখে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বিকেলে সচিবালয়ে কৃষি খাতে বরাদ্দ বিষয়ে দেশের কৃষকদের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশমালা উপস্থাপন করেন। তিনি কৃষি, পোল্ট্রি, মৎস্য ও প্রানীসম্পদের জন্য মোট ৫৭ দফা সুপারিশমালা অর্থমন্ত্রীর কাছে তুলে দেন। এসময় অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে বর্তমান সরকার জনকল্যাণ ও জনসেবাকে প্রাধান্য দিয়ে থাকে। কৃষি ঋণ প্রদানে সফলতার অভাব রয়েছে স্বীকার করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী বাজেটে কৃষি ঋণ মওকুফের পরিকল্প নেই।
