![]() |
| 'সালাহ উদ্দিনকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে' |
নিউজ ডেস্কঃ কোনো রাজনৈতিক দল যদি মানসিক বিকারগ্রস্ত কোন লোককে দায়িত্ব দেয় এবং সে তা পালনে ব্যর্থ হয়ে পালিয়ে যায়, তাহলে সেই দায় আইন শৃঙ্খলা বাহিনীর নয়-বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় বেনজীর আহমেদ বলেন, 'হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিক ক্ষতি করা হয়েছে প্রতিদিন দুই হাজার কোটি টাকার। এই ক্ষতি সাধন করা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য তিনি একজন কুশীলব এবং তাকে দেশের প্রচলিত আইনের মাধ্যমে অবশ্যই বিচার করা হবে।'
