সিলেটে মেঘদল এর কনসার্ট পন্ড করে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা, ছুরিকাঘাতে আহত ৩

সিলেটে মেঘদল এর কনসার্ট পন্ড করে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা, ছুরিকাঘাতে আহত ৩
সিলেটে মেঘদল এর কনসার্ট পন্ড করে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা, ছুরিকাঘাতে আহত ৩
নিউজ ডেস্কঃ টিকেট ছাড়া অডিটরিয়ামে ঢুকতে না দেওয়ায় হামলা চালিয়ে ব্যান্ড দল মেঘদল'র কনসার্ট পন্ড করে দিয়েছে ছাত্রলীগের ক্যাডাররা। বৃহস্পতিবার রাত ৮ টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। হামলায় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে সায়মন নামে একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সায়মন সিলেট মেট্রােপলিটন ইনউনিভার্সিটির ছাত্র। ছাত্রলীগের ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে বলে জানিয়েছেন কনসার্টটির আয়োজকরা। আয়োজকেরা জানান, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সংগঠন 'ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব' জনপ্রিয় বাংলা ব্যান্ড মেঘদল ও আর্বোভাইরাসকে নিয়ে এই কনসার্টটি আয়োজন করে।

'নেভার টুও ওল্ড টু রক ভলিউম-২' শিরোনামে কনসার্টটি বিকেল ৪টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে শুরু হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ও বাদবাকীদের জন্য ২০০টাকা প্রবেশ ফি'র মাধ্যমে কনসার্টটি উপভোগের সুবিধা রাখা হয়। আয়োজকরা জানান, কনসার্ট চলাকালে রাত ৮ টার দিকে ছাত্রলীগের পারভেজের নেতৃত্বে তার গ্রুপের ১০/১২ জন কর্মী টিকেট না কেটেই অডিটরিয়ামে প্রবেশ করতে চায়। এসময় আয়োজকরা তাদের টিকেট ক্রয় করার অনুরোধ জানালে বাদানুবাদে জড়িয়ে পড়ে পারভেজ গ্রুপের কর্মীরা। বাদানুবাদের এক পর্যায়ে তারা আয়োজকদের উপর চড়াও হয় ও সায়মনসহ ৩ জনকে ছুরিকাঘাত করে।আয়োজকরা জানান, ছাত্রলীগের হামলার সময় মেঘদল ব্যান্ডের সদস্যরা কেবল মঞ্চে উঠেছিলেন। হামলার পড়ে কনসার্টটি পন্ড হয়ে যায়।এ ব্যাপারে ছাত্রলীগ নেতা পারভেজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। সিলেট কতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, রিকাবীবাজারে একটি ঝামেলা হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

সুত্রঃsylhettoday24

Post a Comment

Previous Post Next Post