কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচরণা শুরু

কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচরণা শুরু
নিউজ ডেস্কঃ কমিউনিটি ক্লিনিকে এসে স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপি জনসচেতনা মূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। মাসব্যাপি এ প্রচার কার্যক্রম ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত সারাদেশে চলবে। “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২১মে) সকাল ১১ ঘটিকার সময় উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ মাঠে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্ত্তী। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু নাইম মাহমুদ হাসান, থার্ড আই কমিনিউকেশনের চীফ এক্্রকুউটিভ অফিসার সৈয়দ আউলাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, একেএম হেলাল উদ্দিন প্রমুখ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে যাত্রা শুরু হয়ে আগামী ২০ জুন টেকনাফ উপজেলায় গিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘটবে। ১৫টি ফিল্ড এ্যাক্টিভিশন ইউনিট (কমিউিনিটি ক্লিনিকের তথ্য সম্বলিত গাড়ি) সারাদেশের ৪৮২টি উপজেলার বিভিন্ন স্থানে ভিডিও প্রদর্শনী, সচেতনতামুলতক গান, নাটক, গম্ভিরা গান, ডুকমেন্টারী প্রদর্শন করা হবে।

Post a Comment

Previous Post Next Post