মালয়েশিয়ায় নতুন করে ৩০টি গণকবরের সন্ধান

মালয়েশিয়ায় নতুন করে ৩০টি গণকবরের সন্ধান
মালয়েশিয়ায় নতুন করে ৩০টি গণকবরের সন্ধান
নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ার পেরলিস প্রদেশের গহীন জঙ্গলে পুলিশ ৩০টি গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মালয় মেইল অনলাইন। এসব গণকবরে কয়েক'শ বাংলাদেশি ও রোহিঙ্গার মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় মানব পাচারকারীদের কোনো আটক কেন্দ্র নেই- দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন দাবি সত্ত্বেও সীমান্তবর্তী পাদাং বেসার ও ওয়াং কেলিয়ান এলাকা থেকে এসব গণকবরের সন্ধান পাওয়া গেলো। চলতি মাসের মাঝামাঝি সময়ে অভিযান চালিয়ে পুলিশ এসব কবরের সন্ধান পেলেও এই প্রথম এ খবর প্রকাশ পেলো। এর আগে, গত মাসের শেষ দিক থেকে মালয়েশীয় সীমান্তের কাছে থাইল্যান্ডের পাদাং বেসারের জঙ্গলে বেশ কয়েকটি গণকবর থেকে রোহিঙ্গা ও বাংলাদেশিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো। এদিকে, সাগরে রোহিঙ্গাদের উদ্ধার ও মানব পাচার রোধ করতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী।

Post a Comment

Previous Post Next Post