আশুলিয়ায় ব্যাংক ডাকাতির প্রধান আসামি সুমন গ্রেপ্তার

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির প্রধান আসামি সুমন গ্রেপ্তার
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির প্রধান আসামি সুমন গ্রেপ্তার
রাজধানীর উপকণ্ঠের আশুলিয়ায় বাংলাদেশে কমার্স ব্যাংকের একটি শাখায় ডাকাতি ও ৯ জনকে হত্যা মামলার প্রধান আসামি আনসারুল্লাহ বাংলা টিমের নেতা মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ (সাভার সার্কেল) জানান, রবিবার রাত ১টার দিকে রাজধানীর মধ্য বাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছেন তিনি অপারেশন কমান্ডারের দায়িত্বে ছিলেন। তিনিই প্রথম রাইফেল হাতে ব্যাংকে ঢুকেছিলেন।এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ফিরোজ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল গ্রেপ্তারের কথা নিশ্চিত করে জানান, আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় বাড্ডা এলাকার একটি বাসা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। গত ২১ এপ্রিল দুপুর আড়াইটা দিকে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়। এসময় ডাকাতদের গুলিতে ব্যাংকের ব্যবস্থাপকসহ নয়জন নিহত হয়। এছাড়া গণপিটুনিতে একজন ডাকাত সদস্যও নিহত হয়েছেন। ডাকাতের হামলায় আহত হন আরো ২০ জন। ঘটনার পরদিন ব্যাংকের সেকেন্ড অফিসার ফরিদুল হাসান আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

Post a Comment

Previous Post Next Post