ইসলাম নিষিদ্ধের দাবি করে বহিষ্কার ফরাসি মেয়র

ইসলাম নিষিদ্ধের দাবি করে বহিষ্কার ফরাসি মেয়র
ইসলাম নিষিদ্ধের দাবি করে বহিষ্কার ফরাসি মেয়র
অনলাইন ডেস্কঃ ফ্রান্সে ইসলাম নিষিদ্ধের ডাক দিয়ে নিজ রাজনৈতিক দল ইউনিয়ন ফর এ পপুলার মুভমেন্ট (ইউএমপি) থেকে বহিষ্কার হলেন এক ফরাসি মেয়র। দক্ষিণ ফ্রান্সের ভেনিলেসের ইউএমপি মেয়র রবার্ট শারডন টুইটারে লেখেন: ‘ফ্রান্সে মুসলিমদের ধর্মকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আর ফ্রান্সের কেউ যদি ওই ধর্মের চর্চা করে তাকে সীমান্তের ওপারে দিয়ে আসতে হবে।’ তিনি আরো দাবি করেন, ২০২৭ সালের মধ্যেই ফ্রান্সে ইসলাম নিষিদ্ধ হবে। একই দলের সদস্য সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি হ্যাশট্যাগ এনএস ডিরেক্ট ব্যবহার করে যে আলাপ-আলোচনা শুরু করেছিলেন তার এই টুটইটটিও সে আলোচনারই অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সারকোজি ওই টুইটারের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করার জন্য সঙ্গে সঙ্গেই এক টুইটার বার্তায় এর নিন্দা করেন। তিনি বলেন, ‘আমি এই প্রস্তাবের নিন্দা করছি। যদিও সেক্যুলারিজম কোনো কিছুকে সীমাবদ্ধ করাটাও সমর্থন করে। অধিকার ও সীমাবদ্ধতা হাত ধরাধরি করে চলতেই পারে; তাতে কোনো সমস্যা নেই।’ ইউএমপি ভাইস প্রেসিডেন্ট নাথালি কসিউস্কো-মরিজেট ঘোষণা করেছেন, মি. শারডনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, শারডন যে মন্তব্য করেছেন তার সঙ্গে ইউএমপির মূল্যবোধ ও কর্মসুচির কোনোই মিল নেই। সুত্রঃ জাগো নিউজ

Post a Comment

Previous Post Next Post