কুলাউড়ায় জাল নোটসহ যুবক আটক

কুলাউড়ায় জাল নোটসহ যুবক আটক
কুলাউড়ায় জাল নোটসহ যুবক আটক
এম শাহবান রশীদ চৌধুরী : কুলাউড়ায় জাল নোটসহ সায়েস্তা মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে গ্রাম পুলিশ। রোববার(১৭মে) রাত সাড়ে ১০টায় উপজেলার শ্রীপুর বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হাজিপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত মাসুক আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শ্রীপুর বাজারের একটি দোকান থেকে খরচ করে কৌশলে জাল নোট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগীতায় তাকে আটক করে থানায় প্রেরণ করেন। আটককৃত যুবকের কাছ থেকে ২ হাজার টাকা জালনোট ও কয়েকটি মোবাইল উদ্বার করা হয়। কুলাউড়া থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ওয়াসিম আটকের সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post