![]() |
কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি ফুল গ্রেফতার |
এম শাহবান রশীদ চৌধুরীঃ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকা থেকে সিআর মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ফুল মিয়াকে(৫০)গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৬মে)ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ফুল মিয়া ওই একই এলাকার বাসিন্দা । কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ফুল মিয়া এতোদিন পলাতক ছিলেন। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। খবর পেয়ে ভোরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।