![]() |
কুলাউড়ায় পুকুর থেকে ২ যুবতীর লাশ উদ্ধার |
তারেক হাসানঃ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের এক প্রবাসির বাড়ির পুকুর থেকে দুই যুবতীর লাশ গতকাল ০৬মে বুধবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, কমলগঞ্জ উপজেলার আধখানী গ্রামের মৃত আকবর মিয়ার ২মেয়ে সখিনা ওরফে আসিয়া (১৮) ও আরিজা (১৯)। তারা দির্ঘদিন যাবত উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের প্রবাসি মৃত ইয়াকুব আলীর ছেলে জয়নাল আবেদীনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তারা নিখোজ হয়। অনেক খোজা খোজির পর তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। ঐ দিন রাত ৯টায় ২ সহদোরার লাশ বাড়ির পাশের পুকুরে স্থানিয়রা ভেসে উঠতে দেখে। ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানালে পুলিশ লাশ ২টি উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এলাকাবাসীর ধারণা ডুবন্ত এক বোনকে বাচাতে গিয়ে উভয়ের মৃত্যু হতে পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।