![]() |
কারাবন্দী বিএনপি নেতা নাসিরউদ্দীন আহমেদ পিন্টুর মৃত্যু (ফাইল ছবি) |
নিউজ ডেস্কঃ কারাবন্দী বিএনপি নেতা নাসিরউদ্দীন আহমেদ পিন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে পিন্টুকে রাজশাহী কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২.২০মিনিটে তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেলের পরিচালক এ কে এম নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। পিন্টু ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। বিডিআর বিদ্রোহ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।