নিউজ ডেস্কঃ যুক্ত রাজ্য প্রবাসী কমিনিটির অত্যন্ত পরিচিত মুখ মিডিয়া ব্যক্তিত্ব ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের এর সাবেক সভাপতি শরিফুজ্জামান চৌধুরী তপন এর সঙ্গে নিউ ইয়র্ক এ বসবাসরত কুলাউড়া সমিতির নেতৃবৃন্দের এক মত বিনিময় ও চা চক্র সম্প্রতি এস্টোরিয়ার এক রেস্তোরায় অনুষ্টিত হয়,সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া সমিতির সভাপতি আতিকুল ইসলাম ও সভা পরিচালনা করেন বিশিস্ট সাংবাদিক কয়্সর রশিদ,স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সভায় বক্তারা তপন চৌধুরীর বিভিন্ন গুনাবলীর প্রসংসা করেন এবং তার সুস্বাস্ত্ব ও দীর্ঘ জীবন কামনা করেন,তপন চৌধুরী তাকে নিয়ে এই আয়োজনের জন্য কুলাউড়া সমিতির নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতগতা জানান এবং উল্লেখ করেন যে বৃটেনের বাহিরে এসে আজ মনে হচ্ছে যে ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত যে টুকুই পারি মানুষের কল্যাণের জন্য কাজ করেছি তা বৃথা যায়নি ,এবং বাকি জীবনও কাজ করবো,আমার রাজনৈতিক পরিচয় কখোনই এলাকার কাজে কর্মে বাধার কারণ হয়নি বরং সহায়ক হয়েছে এবং আমি একটার সঙ্গে আরেকটা কে জড়িয়ে ফেলিনা ,আপনাদের দুয়া ভালবাসায় আমরা প্রবাসীরা ইনশাল্লাহ কুলাউড়া কে আরো সুন্দর করে গড়ে তুলবো,আর পৃথিবীর যে প্রান্তেই বসবাস করিনা কেনো আমাদের মধ্যে দল মত নির্বিশেষে একটি ঐক্য থাকার প্রয়জন রয়েছে যাতে আমরা দেশে নিগৃহিত না হই এবং আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সঠিক ব্যবহার হয়,পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন ,সভায় আরো যারা বক্তব্য রাখেন কুলাউড়া মানবাধিকার বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এনামুল ইসলাম,ফোবানা সম্মলনের কনভেনর বেদারুল ইসলাম বাবলা,কুলাউড়া সমিতির সাবেক সভাপতি শাহেদ দেলওয়ার চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক কাজী লোবান,সাংবাদিক জাবেদ খসরু ,অন্যতম সংগঠক আশরাফ আহমেদ ইকবাল,আজিম উদ্দিন লিটন,তানিম চৌধুরী সৈয়দ ইলিয়াস খসরু, জেবুল আহমদ প্রমুখ
যুক্তরাজ্য প্রবাসী কমিনিটি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপনের সঙ্গে নিউ ইয়র্কস্ত কুলাউড়াবাসীর মত বিনিময় ও চা চক্র অনুষ্টিত
0