ফোনের বিকল্প ফোন!

ফোনের বিকল্প ফোন!
ফোনের বিকল্প ফোন!
অনলাইন ডেস্কঃ কখনও কখনও পছন্দের মোবাইল ফোনটি বহনেও বিরক্ত হন অনেকে। বড় ও ভারি হওয়া কারণে হাঁটতে বের হলে কিংবা বাজারে গেলে ফোনটি ঘরেও রেখে যান কেউ কেউ। এই অসুবিধা দূর করতে বাজারে আসছে ‘লাইট ফোন’ নামে সহজে বহনযোগ্য ক্ষুদ্র ও পাতলা ফোন। যেটি আকৃতিতে ক্রেডিট কার্ডের মতো তবে, একটু পুরু। মজার বিষয় হল, ফোনটির নিজস্ব অ্যাপসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার মূল ফোন থেকে ‘লাইট ফোনে’ কল ফরোয়ার্ড হয়ে যাবে। সুতরাং, মূল ফোন অন্য কোথাও রাখলেও দরকারি কলগুলো মিস হওয়ার কোন সুযোগই নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কিকস্টার্টার-এ এই ‘লাইট ফোন’ তৈরির প্রকল্প হাতে নেয়া হয়েছে। জানা গেছে, এটি শুধুমাত্র কোন সহায়ক যন্ত্র হবে না বরং এটি হবে একটি স্বতন্ত্র জিএসএম ফোন। আপনার মূল ফোনটি থেকে কল ফরোয়ার্ডিংয়ের জন্য 'লাইট অ্যাপ' নামে একটি অ্যাপ ইন্সটল করে যে সকল নাম্বারের ফোনকল ‘লাইট ফোনে’ গ্রহণ করতে চান তা সেট করে নেয়া যাবে। এছাড়া ‘লাইট ফোনে’ কিছু স্পিড ডায়াল নাম্বার যুক্ত করে সরাসরি কলও করা যাবে। তবে লক্ষ্য রাখতে হবে ফোনটি আপনার মোবাইল অপারেটরের সিমের সঙ্গে ব্যবহার উপযোগী কি না। অন্য যেকোনো ফোনেও কল ফরোয়ার্ডিং অ্যাপ ব্যবহার করে এই কাজটি করা যায়। তবে ‘লাইট ফোনের বিশেষত্ব হবে এর বাহুল্যবিবর্জিত নকশা আর শুধুমাত্র একটি ডায়াল প্যাড ও ফোন পরিচালনার কিছু আনুষঙ্গিক বাটন ব্যবহার করেই এটা চালানো যাবে। এর ডিসপ্লেটিও কয়েকটি সাধারণ ভাগে ভাগ করা। ডট ম্যাট্রিক্স ডিসপ্লের এই ফোনটি মিনি সিমকার্ড সমর্থন করবে। ১শ’ ডলার মূল্যের এই ফোনটি আগামী বছরের মাঝামাঝি নাগাদ বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post