![]() |
| মালয়েশিয়ার বন্দীশিবিরে ১ হাজার ৪শ' ৬৬ বাংলাদেশি |
অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ার ১২টি বন্দীশিবিরে থাকা ১৩ হাজার ৩শ' ২১ জন অবৈধ অভিবাসীর মধ্যে ১ হাজার চারশ' ৬৬ জনই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির একটি গণমাধ্যম। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিপিন্স এবং কম্বোডিয়া থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে জানানো হয়েছে। সোমবার লংকাবি দ্বীপ থেকে উদ্ধার হওয়া ১ হাজার ১শ' ৫৪ জনের মধ্যে ৬শ' ৭২ জন বাংলাদেশি অভিবাসী রয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক কেন্দ্রে একসঙ্গে রাখার কারণে মিয়ানমারের বৌদ্ধ ও মুসলমান রোহিঙ্গাদের মধ্যে যাতে কোন ধরনের সহিংসতার ঘটনা না ঘটতে পারে সে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।
