জয়ের লক্ষে মাঠে নামছে টাইগাররা

জয়ের লক্ষে মাঠে নামছে টাইগাররা
জয়ের লক্ষে মাঠে নামছে টাইগাররা
স্পোর্টস ডেস্কঃ খুলনা টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে ড্র করা স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে সকাল ১০টায়। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকা বাংলাদেশের কাছে কখনও টেস্টে হারেনি তিন নম্বরে থাকা পাকিস্তান। এবার হারলে সিরিজ খোয়ানোর সঙ্গে র্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে মিসবাহ-উল-হকের দলের। খুলনায় প্রথম ইনিংসে ২৯৬ রানের লিড নিয়েও জিততে পারেনি পাকিস্তান। সেই ম্যাচ ড্র হওয়ায় ভীষণ চাপের মধ্যে রয়েছে অতিথিরা। বাংলাদেশ সফরে এখন পর্যন্ত কোনো জয় না পাওয়া দলটির এই চাপ কাজে লাগাতে মরিয়া মুশফিকরাও। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিক জানান, এখনো একাদশ ঠিক করেননি তারা। তবে ২০ উইকেট নেওয়ার চেষ্টায় বোলিং বিভাগে শক্তি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। মিরপুরের উইকেটে বোলারদের জন্য সহায়তা আশা করছেন স্বাগতিক অধিনায়ক। তিন পেসার খেলানোর সম্ভাবনার কথা জানান তিনি। একই সঙ্গে দুই পেসার খেলানো হলে একজন বাড়তি স্পিনার খেলানোর ইঙ্গিতও দেন তিনি। মুশফিক মনে করেন, আবহাওয়া কোনো সমস্যা না করলে ফল হতে পারে মিরপুরে। উইকেটে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই সহায়তা আশা করছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post