![]() |
শাবনূর ও মৌসুমী এক ফ্রেমে |
বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন পর আবারো এক ফ্রেমে দেখা গেল এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর ও মৌসুমীকে। সম্প্রতি প্রযোজক নাসিরুদ্দিন দিলুর জন্মদিনের একটি ছবিতে দেখা মিলেছে তাদের। এদিনকে ঘিরেই হাজির হয়েছিলেন তারা। শুধু তাই নয়, দিলুর জন্মদিনে এই দুই নায়িকা যেন ফিরে গেলেন পুরনো দিনে। হাসি, আড্ডা, খুনসুটির সঙ্গে চলে কৌতুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, নায়ক ওমর সানী, নায়িকা কেয়াসহ কয়েকজন প্রযোজক ও পরিচালক।