'যুক্তরাষ্ট্রে আরও হামলার পরিকল্পনা ছিলো লাদেনের'

'যুক্তরাষ্ট্রে আরও হামলার পরিকল্পনা ছিলো লাদেনের'
'যুক্তরাষ্ট্রে আরও হামলার পরিকল্পনা ছিলো লাদেনের'
অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আরও হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। জীবনের শেষ দিনগুলোতেও লাদেন তার অনুসারীদের যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পরামর্শ দিয়েছিলেন বলে তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে লাদেনের মৃত্যুর পর তার বিভিন্ন গোপন আস্তানা থেকে পাওয়া নথিপত্র বুধবার প্রকাশ করা হয়।  ওইসব নথিপত্রকে লাদেনের বুকশেলফ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। লাদেনের ওইসব সংগ্রহের মধ্যে আরবি ভাষার পাশাপাশি ছিল ইংরেজি ভাষার ওপর লেখা নানা বিভিন্ন বই। লাদেনের নথিগুলো প্রকাশের আগে এগুলো নিয়ে নানা ধরনের পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা। প্রকাশিত নথির মধ্যে বিভিন্ন ধরনের চিঠি, নোট ও বেশকিছু ভিডিওচিত্র রয়েছে। এদিকে বিন লাদেনের গোপন অবস্থান মার্কিন গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিয়েছিলেন বলে অভিযুক্ত সাবেক পাকিস্তানি সেনা কর্মকর্তা উসমান খালিদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি লাদেনের অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না। পরিবারের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, তথ্যদাতা হিসেবে উসমানের নাম বলা, যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সিদ্ধান্ত। গত বছর ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন উসমান খালিদ।

Post a Comment

Previous Post Next Post