![]() |
কুলাউড়ায় বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন |
তারেক হাসান: কুলাউড়া বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কেন্দ্র (পিডিবি) ও পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু জাফরের সীমাহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম দুর্নীতির প্রতিবাদে পৌর শহরের স্টেশন চৌমুহনীয় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুতের চরম ভোগান্তিতে অতিষ্ঠ বিদ্যুত গ্রাহকদের উদ্যোগে গতকাল ২০ মে বুধবার বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা। উপজেলার সকল পর্যায়ের পেশাজীবি ছাড়াও অসহনীয় লোডশেডিংয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন। নাজমুল বারী সোহেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, ইটিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, পরিবহণ শ্রমিক ইউনিয়নের (২৩৫৯) আয়বায়ক আব্দুস সহিদ মাখন, জাসদ নেতা শফিক মিয়া, পৌর জাসদ নেতা শফিক মিয়া আফিয়ান প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের প্রতিনিধি আব্দুল মোক্তদির, দৈনিক যুগভেরীর নিজস্ব সংবাদদাতা চয়ন জামান, সাপ্তাহিক সীমান্তের ডাকের চিফ রিপোর্টার সুমন আলম, দৈনিক সকালের খবরের প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক নতুন দিনের প্রতিনিধি সুমন আহমদ, পাতাকুঁড়ির দেশের এইচডি রুবেল প্রমুখ।