![]() |
পাত্র প্রায় সাড়ে ৪ ফুট, পাত্রী ৬ ফুটের বেশি! |
বামন হয়ে চাঁদেই হাত দিলেন ফ্লোরিডার অ্যানটন ক্রাফট। ৪ ফুট ৪ ইঞ্চি উচ্চতার অ্যান্টন প্রেমে পড়লেন ৬ ফুট ৩ ইঞ্চি’র চায়না বেলের। অ্যানটনকে সবাই ডাকত বামন নামে। তারপরেও ছোটখাটো অ্যানটনের মহিলা ভক্তের সংখ্যা কিন্তু কম নয়। ৫২ বসন্ত পেরিয়েও বিভিন্ন মহিলার কাছ থেকে এখনও বসন্ত দিনের ডাক পান অ্যানটন। কিন্তু সেসব আহ্বান অস্বীকার করে ৬ ফুট ৩ ইঞ্চির রূপান্তরকামী চায়নাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন বলে ঠিক করেছেন অ্যানটন। চায়নাও সাড়া দিয়েছেন অ্যানটনের প্রেমে। ক’দিন পরেই ৪ ফুট ৪ ইঞ্চির পাত্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন ৬ ফুট ৩ ইঞ্চির পাত্রী। অ্যানটনের জন্ম ডেনমার্কে হলেও এখন ঠিকানা ফ্লোরিডা। অ্যানটনের সারটা দিনই কাটে জিমে। অ্যানটনকে সবারই প্রশ্ন, এত উঁচুতে হাত বাড়াতে গেলেন কেন! মিটমিটে হেসে ৪ ফুট ৪ ইঞ্চির ছোট্ট মানুষটার ছোট্ট উত্তর, ভালবাসা যে অন্ধ!