![]() |
শুরু হচ্ছে বিসিএল; কারো জন্য দলে ঢোকার সুযোগ, কারো জন্য প্রস্তুতি |
নিউজ ডেস্কঃ ৫ এপ্রিল ঢাকায় প্রথম বারের মত শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট। যেখানে চারটি অঞ্চলে বিভক্ত হয়ে অংশ নিবেন দেশের ক্রিকেটাররা। তবে এ লিগকে ক্রিকেটাররা দেখছেন, পাকিস্তানের বিপক্ষ হোম সিরিজের পূর্ব প্রস্তুতি হিসেবে। আর দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য জাতীয় দলের ঢোকার মোক্ষম সুযোগও এ আসর। এতদিন বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএল চার দিনের আসর হয়ে আসলেও এবারই বিসিবি প্রথম বারের মতো আসরটিকে করতে যাচ্ছে ওয়ানডে ফরমেটে।যাকে বিসিবি বলছে পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির টুর্নামেন্ট। দেশের সব তারকা ক্রিকেটার এ আসরে খেললেও, আইপিএলের কারণে খেলবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে বিশ্বকাপ চলাকালীন সময়ে ইনজুরিতে পড়ায়, প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল বিজয়। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে খেলতে চান দলের জন্য সর্বোচ্চটুকু নিংড়ে দিতে। এনামুল হক বিজয় বলেন, 'প্রথম দুইটা ম্যাচ খেলার কোন সম্ভাবনাই নেই। কারণ, ফিল্ডিং ও থ্রোয়িংয়ে এখনো অনেক সমস্যা আছে। তাই এখন শুধু এক্সারসাইজ করছি, যাতে খেলায় ফিরতে পারি। এই টুর্নামেন্টে খেলতে না পারলেও পাকিস্তান সিরিজের জন্য নিজেকে প্রস্তুত রাখার জন্যই পরিশ্রম করে যাচ্ছি। ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাশ বলেন, 'এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। সামনেই যেহেতু পাকিস্তান সিরিজ, তাই এখানে ভালো পারফর্ম করতে পারলে এবং নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারলে এই সিরিজেই হয়তো চান্স পেয়ে যেতে পারি।' স্পিনার জুবায়ের আহমেদ বলেন, 'আমি চেষ্টা করবো পারফর্ম করবার। যেখানেই খেলি সবসময় চাই নিজের সেরাটা দিতে। আর আমি আমার সেরাটা দিলে দলে সুযোগ পাবোই।' এদিকে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের ঠিক আগ মুহূর্তে এ ঘরোয়া লিগের মাধ্যমে সবাই নিজেকে প্রস্তুত করে নিতে চান। দলের বাইরে থাকা ক্রিকেটাররা চান বিসিএলে ভালো খেলে জাতীয় দলে সুযোগ করে নিতে। অনেকেরই আবার চাওয়া, বিসিএলে ব্যাট-বল হাতে জ্বলে উঠে নির্বাচকদের নজর কেড়ে লাল-সবুজের জার্সি গায়ে দেশের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলা। ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাশ জানান, 'বাংলাদেশ দলের ওপেনিং স্লটে কিছু সমস্যা আছে এখন। এদিকে, বিজয়ও ইনজুরিতে আছে। তাই এখানে ভালো পারফর্ম করলে এই সিরিজেই চান্স পেয়ে যেতে পারি।' লিগে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১১ এপ্রিল।