![]() |
অটিজম দিবসের নাটক আলোক রশ্মির অতিথি |
বিনোদন ডেস্কঃ মন ছুঁয়ে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয়েছে অটিজম সচেতনতা দিবসের বিশেষ নাটক ‘আলোক রশ্মির অতিথি’। এলিনা মমতার রচনা এবং এস এম শাহীনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মৌ, তিশা, অহনা, বাধন, ইন্তেখাব দিনার, জিতু আহসান, নাইম প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, আনন্দ-হাসিতে ভরপুর সংসারে মায়ের কোল জুড়ে এলো নতুন অতিথি। তাকে বরণ করতে গিয়ে দেখা গেল মানসিকভাবে অক্ষম শিশুটি। মানসিকভাবে অক্ষম হওয়ার কারণে মাকে জানানো হলো শিশুটি জন্মের পরেই মারা গেছে। এদিকে বাবা শিশুটিকে লুকিয়ে ডাক্তারের তত্বাবধানে একজন মহিলার কাছে রেখে দেয় লালন পালনের জন্য। অন্যদিকে শাশুড়ীর এক ডায়েরি পড়ে মা জানতে পারে যে, এই পরিবারে মানসিক ভারসাম্যহীন এক জেনেটিক প্রবলেম এই পরিবারে আছে। শিশুর বাবা মাঝে মধ্যেই তার সন্তানকে দেখতে যায় অগোচরে। কিন্তুু এক সময় শিশুটির মায়ের সন্দেহ হয়। সে খোঁজ নেয়া শুরু করে। স্বামীকে অনুসরণ করে একদিন সে সত্য বের করে। সে জানতে পারে যে তার সন্তান বেঁচে আছে। এরপর শিশুটিকে মা দেখতে যায়। কিন্তুু শিশুটি মাকে দেখা দিয়েই আলোক রশ্মির মতো এ পৃথিবী থেকে বিদায় নেয়। নাটকটি আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলার পর্দায় প্রচার হবে।