বাংলাদেশি ত্রাণ নেপালে পৌঁছেছে

বাংলাদেশি ত্রাণ নেপালে পৌঁছেছে
বাংলাদেশি ত্রাণ নেপালে পৌঁছেছে
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালে ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসায় চিকিৎসক দল ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক ত্রাণসামগ্রী প্রেরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সেনাবাহিনীর ৬টি মেডিকেল টিম বিভিন্ন ধরনের ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে বিমানবাহিনীর একটি বিমানে উড়ে যায়। রোববার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা হতে কাঠমুন্ডুর উদ্দেশ্যে যাত্রা করে নিরাপদে পৌঁছায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের(আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনাবাহিনীর ৬টি চিকিৎসক দল এবং বিমানবাহিনীর ক্রুসহ মোট ৩৪ জনের একটি প্রতিনিধি দল, ১০ টন ত্রাণ সামগ্রী যেমন বিভিন্ন ধরনের ঔষধ, তাঁবু, শুকনা খাবার (টিনজাত বিস্কুট), পানি নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমানযোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করে। উল্লেখ্য, ত্রাণ সামগ্রী হস্তান্তর প্রক্রিয়া শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি দেশে প্রত্যাবর্তন করবে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি চিকিৎসক দল নেপালে অবস্থান করে ভূমিকম্পে আহত বা অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করবে এবং কাজ শেষে বাংলাদেশে ফেরত আসবে।

Post a Comment

Previous Post Next Post