প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা

প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা
প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা
নিউজ ডেস্কঃ রোববার মধ্যরাতে শেষ হচ্ছে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস রাজধানীর সিদ্ধেশ্বরী, আরামবাগ এবং মতিঝিল এলাকায় নির্বাচনী গণসংযোগ চালান। এ সময় আফরোজা আব্বাস সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন যদি হয়, সকলে যদি ভোট কেন্দ্রে এসে নিরাপদে ভোট দিতে পারে ফলাফল যাই হোক না কেন মির্জা আব্বাস তা মেনে নেবেন। তিনি আরো বলেন, 'তারা আমাদের ভয়-ভীতি দেখাচ্ছে যাতে আমরা নির্বাচন বয়কট করি। কিন্তু আমরা সেটি করবো না। আমাদের নেতা-কর্মীরা সেটা সাহসের সঙ্গে মোকাবেলা করবে।' অন্যদিকে রাজধানীর বাড্ডা এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনী প্রচারণা চালান। তিনি বলেন, 'আমরা চাই নির্বাচনের দিন একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এবং জনগণ কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।' অন্যদিকে, রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আনিসুল হক নির্বাচনী প্রচারণা চালান। আনিসুল হক বলেন, 'আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে ঘড়ি মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।'

Post a Comment

Previous Post Next Post