![]() |
সিটি নির্বাচনে ১০০ প্লাটুন বিজিবি মোতায়েন |
নিউজ ডেস্কঃ ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভুত যে কোন পরিস্থিতি মোকাবেলায় ১০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার রাত থেকে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে শনিবার রাত থেকে ঢাকা ও চট্টগ্রামে ১০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা উত্তরে ৩৫ প্লাটুন ও দক্ষিণে ৩৫ প্লাটুন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।