![]() |
অধিকার আদায়ের গৌরবময় মে দিবস আজ |
আজ মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম ও অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন। এক শতাব্দীরও বেশি সময় পার হলেও এখনো কর্মঘণ্টাসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের কণ্ঠে। এক্ষেত্রে খেটে খাওয়া মানুষদের মৌলিক অধিকার নিশ্চিত করতে মালিক-শ্রমিক উভয়কেই সমন্বিতভাবে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। সভ্যতার রথ তৈরিতে শ্রমজীবী মানুষকে পথচলার প্রধান সারথি বলা হলেও হাজারো নির্যাতনের গল্প মাঠে-ঘাটে ও কলকারখানায় কাজ করা খেটে খাওয়া মানুষগুলোর। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে যে দাবিতে শ্রমিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তা আজও অধরাই রয়ে গেছে তাদের কাছে।
প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।