![]() |
আত্মজীবনী লিখছেন ন্যান্সি |
বিনোদন ডেস্কঃ মানুষ সাধারণত দিনের শেষেই হিসেব মিলাতে চান সারাদিন কী করা হলো। তেমনি বড় বড় বিখ্যাত মানুষেরা জীবনের শেষ প্রান্তে এসে চেষ্টা করেন আত্মজীবনী লিখতে। কিন্তু জনপ্রিয় গায়িকা ন্যান্সি একটু ব্যতিক্রমী মনে হচ্ছে। এখনো গান ছেড়ে দেননি। ক্যারিয়ারের ইতি টানতে বাকি আছে বহু পথ। কিন্তু তিনি ভাবছেন, এখনই আত্মজীবনী লেখার সুযোগ্য সময় তার। এমনটিই জানালেন সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী। নিজের শৈশবের দিনগুলোর স্মৃতিময় ঘটনা আর পুর্বপুরুষদের পরিচয় তুলে ধরতেই এই উদ্যেগ নিতে যাচ্ছেন বলে জানিয়েছে এই খ্যাতিমান গায়িকা। নিজের এই আত্মজীবনী সম্বন্ধে বলতে গিয়ে বলেন, ‘জানি আত্মজীবনী লেখার মতো উপযুক্ত সময় এখনও হয়নি। তার পরও অবসর সময়ে এ কাজটি করে যাচ্ছি। কিছুদিন আগে আমি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়েছিলাম। তখন বিভিন্ন পত্রিকায় আমাকে ও বাবাকে নিয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। সেসব তথ্য সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি ভক্ত-শ্রোতাদের জানাতে চাই তারকা হয়ে ওঠার ইতিবৃত্ত।’ নিজের লেখার খন্ড খন্ড আকারে প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পরে একসাথে বই আকারে বের করার ইচ্ছা আছে এই গায়িকার।