![]() |
চলতি মাসে তীব্র তাপপ্রবাহসহ নিম্নচাপের সম্ভাবনা |
নিউজ ডেস্কঃ চলতি এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুইটি তীব্র তাপপ্রবাহসহ দেশে স্বাভাবিকের চেয়ে বেশী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠকে এই পূর্বাভাস দেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে রাজধানীর ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে তিন থেকে চার দিন বজ্রসহ মাঝারী বা তীব্র কালবৈশাখী বা বজ্র-ঝড় ও দেশের অন্যত্র চার থেকে পাঁচ দিন হালকা বা মাঝারী কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে। এছাড়া এপ্রিলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ০২ (দুই) টি তীব্র তাপপ্রবাহ (>৪০)০ সেঃ এবং অন্যত্র ২-৩ টি মৃদু (৩৬-৩৮)০সেঃ /মাঝারী (৩৮-৪০) ০ সেঃ তাপপ্রবাহ বয়ে যেতে পারে। নদ-নদীর অবস্থা সম্পর্কে বলা হয়, এপ্রিল মাসে দেশে নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকবে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি স্থানে পাহাড়ী ঢলের কারণে আকষ্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে কৃষি আবহাওয়া সম্পর্কে বলা হয়, এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৫.০-৫.৩০ মি.মি. এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল ৭.২৫-৮.২৫ ঘণ্টা থাকতে পারে। বৈঠকে মার্চ মাসে সংঘটিত আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, বিগত মার্চে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৫১% কম বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। ওই মাসের প্রথম, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হয়েছে। পর্যালোচনায় আরও দেখা যায়, পশ্চিমা লঘুচাপের সাথে পূবালীবায়ু প্রবাহের সংযোগ ঘটায় এ মাসের প্রথম সপ্তাহে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং চতুর্থ সপ্তাহে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে উল্ল্যেখযোগ্য বৃষ্টি হয়েছে। সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হওয়ায় (২৪-২৬) মার্চ ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু ধরনের তাপ প্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ক্ক সেঃ রাজশাহী ও সিলেটে (২৫ মার্চ তারিখে) রেকর্ড করা হয়। এছাড়া বৃষ্টিপাত ও বৃষ্টিপাতের দিন সংখ্যা ব্যতীত তাপমাত্রা, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা মার্চ ২০১৫ মাসের পূর্বাভাসের সাথে সংগতিপূর্ণ ছিল বলেও জানানো হয়।