বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় এবারো প্রথম হলো বাংলাদেশি

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় এবারো প্রথম হলো বাংলাদেশি
বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় এবারো প্রথম হলো বাংলাদেশি
অনলাইন ডেস্কঃ মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের মধ্যে এবারো প্রথম হয়েছে বাংলাদেশি হাফেজ মোহাম্মদ নাহিয়ান কায়সার। সে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র। হাফেজ নাহিয়ান কায়সার বাগেরহাট জেলার উৎকুল গ্রামের ঐতিহ্যবাহী এক আলেম পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবা মাওলানা কারী মোহাম্মদ মাহবুবুর রহমান রাজধানী ধানমন্ডি মসজিদের ইমাম ও খতিব। ভবিষ্যতে নাহিয়ান একজন বড় আলেম হতে চায়। কায়রোতে প্রথম স্থান অধিকারীর নাম ঘোষণার সময় দেশটির ধর্মমন্ত্রী মুখতার জমা, দুবাই আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা কম্পিটিশনের প্রধান এবং রাবেতা আলমে ইসলামীর প্রধান আবদুল বাসকাত উপস্থিত ছিলেন। মিশরে ২২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশ থেকে ১০০ জনের অধিক প্রতিনিধি অংশ নেয়।

Post a Comment

Previous Post Next Post