বাংলাদেশ থেকে এয়ারটেলে ফ্রি কথা বলুন নেপালে

বাংলাদেশ থেকে এয়ারটেলে ফ্রি কথা বলুন নেপালে
বাংলাদেশ থেকে এয়ারটেলে ফ্রি কথা বলুন নেপালে
ভূমিকম্প আক্রান্ত নেপালে বিনামুল্যে কল করার সুযোগ দিচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এয়ারটেলের গ্রাহকরা এই সুযোগ পাচ্ছেন ৪৮ ঘণ্টার জন্য এবং এই সুযোগ সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে। এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সকল গ্রাহকরা সোমবার রাত ১২টার পর পরবর্তী ৪৮ ঘণ্টা নেপালে বিনামূল্যে কল করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা নেপালে তাদের বিপদগ্রস্ত নিকটজনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের এমডি এবং সিইও পিডি শর্মা বলেন, ‘নেপালে জনগণের উপর স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানায় আমরা গভীরভাবে শোকাহত। এই সঙ্কটের সময় সাহায্যের একটি ছোট্ট পদক্ষেপ হিসেবে আমরা সব এয়ারটেল গ্রাহকদের জন্য বাংলাদেশ থেকে নেপালে বিনামূল্যে কল করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এ সুযোগ সোমবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কার্যকর থাকবে। এতে যেন দেশের গ্রাহকরা নেপালে তাদের আত্মীয় এবং নিকটজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
প্রসঙ্গত, গত শনিবার রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারা শহরে আঘাত হানে এবং রোববার ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প কাঠমান্ডুর ৬০ কিলোমিটার দূরে আঘাত হানে। এতে দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার লোক মারা গেছে।
সুত্রঃ জাগোনিউজ

Post a Comment

Previous Post Next Post