এম শাহবান রশীদ চৌধুরীঃ জুড়ীর নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় ভবনে গত শনিবার দুপুরের ভূমিকম্পে ফাটল ধরেছে। সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতল ভবনের নিচতলার একটি কক্ষের চতুর্দিকের দেয়ালে বড় আকারে ফাটল ধরেছে। যে কারনে ওই কক্ষটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অপরদিকে জুড়ী কলেজ রোডে নবনির্মিত একতলা একটি ভবনের মাঝের অংশ ভূমিকম্পের ফলে নিচের দিকে ঢেবে গেছে এবং ভবনের লিন্টার, পিলার ও দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দিয়েছে। এদিকে ২৬ এপ্রিল রোববার দুপুর ১ টা ১২ মিনিটে জুড়ীতে আবারো ভূমিকম্প হয়েছে। যা প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী হয়।