প্রথম দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২৩৬

 প্রথম দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২৩৬
 প্রথম দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২৩৬
মোহাইমিন ইসলাম মাহিনঃ প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারানোর লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৩৬ রান। সাকিব ১৯ রান নিয়ে অপরাজিত আছেন। তবে দিন শেষে স্কোরটা অবশ্য ৩ উইকেটে ২৩৬ হতে পারত। কিন্তু দিনের মাত্র এক বল বাকি থাকতে জুলফিকার বাবরের বলে ৮০ রান করে ফিরে গেছেন মুমিনুল হক। এর আগে পাকিস্তানের বিপক্ষে এমন পিচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভীষণ ধীর-স্থির বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। কিন্তু উদ্বোধনী জুটিতে ৫২ রান ওঠার পর মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ২৫ রান করে আউট হয়ে যান তামিম ইকবাল। অন্য ওপেনার ইমরুল কায়েস অবশ্য আস্থার সঙ্গে খেলছিলেন। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করে বিদায় নিয়েছেন তিনিও। মোহাম্মদ হাফিজকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৫১ রান করেছেন তিনি। ১৩০ বলে অনেক ধৈর্য্যে গড়া ইনিংসটিতে ছিল ছয়টি চার। তবে চা-বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হয়নি স্বাগতিক দলের। তৃতীয় উইকেটে মমিনুল আর মাহমুদুল্লাহ মিলে ৯৫ রানের জুটি গড়ে। তবে ওয়ানডে সিরিজের হতাশা কাটিয়ে ছন্দে ফেরা মাহমুদউল্লাহ একটুর জন্য অর্ধশতকের দেখা পাননি। ৪৯ রান করে ওয়াহাব রিয়াজের বলে আউট হন।

Post a Comment

Previous Post Next Post