 |
নারায়ণগঞ্জে স্নানোৎসবে ১০জনের মৃত্যু; তদন্ত কমিটি গঠিত |
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী পুণ্যস্নান উৎসবে ১০জনের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ইশরাত হোসেনকে প্রধান করে গঠিত কমিটির অপর দুইজন সদস্য হলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজানুর রহমান। এর আগে সকাল নয়টায় বন্দরের লাঙ্গলবন্দ বাজারে রাজঘাটে একটি বেইলী ব্রীজ ভেঙে যাওয়ার গুজবে লোকজন হুড়োহুড়ি করতে গিয়ে ৪০জনের মত পদদলিত হয়। তাদের মধ্যে ১০জনের মৃত্যু ঘটে। লাঙ্গলবন্দের স্নানের ইতিহাসে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা এটিই প্রথম বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে মর্মান্তিক ঘটনার জন্য রাস্তার দুই পাশের অবৈধ দখলদারদের দায়ী করেছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেন তদন্ত প্রতিবেদন পেলেই আমরা রাস্তাটি প্রশস্ত করার জন্য যোগাযোগ মন্ত্রীর সাথে যোগাযোগ করবো। সেই সাথে নদীটি খননেরও প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে নৌমন্ত্রীর সাথেও যোগাযোগ করা হবে বলে তিনি জানান।