![]() |
প্রকাশ্যে চুমু খাওয়া নিষেধ |
নিউজ ডেস্কঃ
প্রকাশ্যে আর চুমু খাওয়া চলবে না! এমনই নির্দেশিকা জারি করল গোয়ার একটি
গ্রাম। সালভাদোর দো মুন্দো গ্রামের আনাচে কানাচে পোস্টার টাঙিয়ে দিয়েছে খাপ
পঞ্চায়েত। তাতে পর্যটকদের উদ্দেশে স্পষ্ট ফতোয়া, বেড়াতে এসে মোটেই
হইহট্টগোল করা যাবে না। মদ খাওয়া, ধূমপান করা কিংবা জোরে জোরে গান বাজিয়ে
পার্টি করা, তা-ও বারণ। আর সেই সঙ্গে নিষিদ্ধ চুমু খাওয়াও। এই সর্বশেষ ‘না’
নিয়েই বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে, হঠাৎ এমন ঘোষণা কেন? যেখানে স্থানীয়
বাসিন্দাদের আয়ের একটা বড় অংশ জড়িয়ে পর্যটন ব্যবসার সঙ্গে, সেখানে
পর্যটকদের উপর এত কড়াকড়ি কেন? সালভাদোরের উপ-প্রধান রিনা ফার্নান্ডেজ
জানান, স্থানীয় বাসিন্দাদের অনুরোধেই এই সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে। গোয়ায়
বিদেশি পর্যটকের আনাগোনা লেগেই থাকে সারা বছর। গান-বাজনা-বিচ
পার্টি-হুল্লোড় সেখানে নতুন কিছু নয়। পানজিম থেকে সামান্য দূরে ছবির মতো
সুন্দর সালভাদোর দো মুন্দো গ্রামেও ঘুরতে আসেন অনেকেই। বাসিন্দাদের অভিযোগ,
মাঝেমধ্যেই আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়। বহু ক্ষেত্রে মধুচন্দ্রিমায় এসে
নতুন দম্পতিরা প্রকাশ্যেই অশালীন আচরণ করতে শুরু করেন। রিনা বলেন, বেশ কিছু
অভিযোগ এসেছে আমাদের কাছে। কিছু একটা ব্যবস্থা তো নিতেই হতো