নিউজ ডেস্কঃ আল্পাস পর্বতে বিধ্বস্ত হওয়া বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। বিমানটির কো-পাইলট ইচ্ছাকৃতভাবে এ কাজটি করেছেন বলে দবি করেছে ফ্রান্সের তদন্তকারী কর্মকর্তারা। খবর বিবিসি। বিমানটির ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানের পাইলট ককপিটের বাইরে ছিলেন। এ সময় কো-পাইলট একাই সেখানে ছিলেন। এর পরপরই কো-পাইলট বিমানটি দ্রুত গতিতে নিচের দিকে নামাতে থাকেন। এ সময় পাইলট দ্রæত ককপিটে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ভেতর থেকে তা ‘লক’ করা ছিল। ব্ল্যাক বক্সের রেকর্ড শুনে তদন্তকারীরা আরো জানান, আমরা শুনেছি পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কোপাইলটকে বলছেন। একই সময় পাইলটের সিট ঘোরার শব্দ ও দরজা লাগানোর শব্দ পাওয়া যায়। এ সময় হঠাৎ করেই কো-পাইলট বিমানটি নিচে নামানোর বোতাম বারবার টিপতে থাকেন। এতেই বিমানটি দ্রুত নিচের দিকে নামতে থাকে। কো-পাইলট ওই বোতামটি ইচ্ছাকৃতভাবেই বারবার চেপেছেন। উল্লেখ্য, মঙ্গলবার ফ্রান্সের আল্পস পর্বতমালায় দেড়শ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জার্মানউইংসের একটি বিমান। এতে।